সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নবীনগরে নিখোঁজ সন্তানকে খুঁজতে গিয়ে মাও নিখোঁজ 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নবীনগরে নিখোঁজ সন্তানকে খুঁজতে গিয়ে মাও নিখোঁজ 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত বৃহস্পতিবার মায়ের সঙ্গে  চিকিৎসা করাতে গিয়ে সিয়াম নামে (৬ বছরের) শিশু নিখোঁজ হয়। সন্তানকে খুঁজতে গিয়ে দিনভর নিখোঁজ রয়েছে ওই সন্তানের মা রিনা বেগম। 

নিখোঁজ সিয়াম নবীনগর পৌর এলাকার  আলিয়াবাদ গ্রামের মালদ্বীপ প্রবাসী রায়হান মিয়ার ছেলে, রিনা বেগম তার স্ত্রী ।

সরেজমিনে নিখোঁজ সিয়ামের বাড়িতে গেলে তার চাচা ওবায়দুল হক বলেন, গত বৃহস্পতিবার রিনা তার ছেলে সিয়ামকে ডাক্তার দেখাতে নিয়ে যায়, চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শ ও ওষুধ আনতে গেলে সেই সময় হারিয়ে যায় সিয়াম।

হাসপাতালে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি, ওই সময় হাসপাতালের সামনে থাকা এক পথচারী রিনাকে বলেন, একটি ছেলে রসুল্লাবাদ গ্রামের অটোরিকশায় উঠতে দেখছি। এই কথা শুনে রিনা ছেলের খোঁজে বেড়িয়ে যায়। আমাকে দুপুর ১ টার দিকে ফোন করে সিয়াম নিখোঁজ হওয়াসহ এসব কথা জানান রিনা। 

তখন রিনা নবীনগর ফল বাজারে আছে এবং তার মোবাইলে চার্জ নেই একথাও আমাকে বলেছে। এটাই ছিল তার সঙ্গে শেষ কথা।  এরপর থেকে তার মোবাইল ফোন নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে।

সংবাদ পেয়ে আমরাও সিয়ামকে খুঁজতে বেড়িয়ে যায়। এলাকায় মাইকিং করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ছবি দিয়ে নিখোঁজ হওয়ার সংবাদ প্রচার করা হচ্ছে। দিন শেষে রাত হয়ে গেলো এখনো তাদের কোনো খোঁজখবর পাইনি। বাজারের সিসি ক্যামেরা ফুটেজেও দেখা যাচ্ছে না তাদেরকে।

এ বিষয়ে নবীনগর থানার ওসি মাহবুব আলম বলেন, সংবাদ পেয়ে  পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, পুলিশ এ বিষয়টি নিয়ে  কাজ শুরু করেছে।

টিএইচ